কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ৪০ তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব। মালদা জেলার শিশু ক্রীড়াবিদেরা রাজ্য শিশুক্রীড়ায় অংশগ্রহণ করতে মেদিনীপুরের উদ্দ্যেশে রওনা দিল।
ফুল চন্দন মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হল রাজ্য শিশু ক্রীড়া উৎসবের মালদা জেলার খুদে ক্রীড়াবিদেদের। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য শিশুক্রীড়ায় অংশগ্রহণকারী সকল শিশুদের বরন করে নেন
প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন , ডি আই মলয় মন্ডল, এ আই নয়ন কুমার দাস সহ একাধিক শিক্ষা আধিকারিকবৃন্দ। মালদা জেলায় তিনটি বিভাগের মোট ৩০ জন শিশু রাজ্য শিশু ক্রীড়ায় যোগ দেবে।