নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৯ই,এপ্রিল :: মানিকচক কিষান জাতির জেলা নেতৃত্বের নিয়ে এক আলোচনা সভা হয়ে গেলো রবিবার রাধু টোলা নিম্ন বুনিয়াদি স্কুলে ।মালদা জেলা কিষান জন জাতির দাবি পঞ্চায়েত ভোটের আগে জাতি শংসাপত্র যেন তাদের দেওয়া হয়।তাঁদের বক্তব্য আমরা এবার ভোটে ও লড়বো না।আমরা এর আগে ভোটে লড়ে নিজদের অস্তিত্ত প্রমাণ করেছি।
মালদা জেলা কিষান জন জাতির সম্পাদক আসিস মন্ডল বলেল পশ্চিম বঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে নির্বাচনী ইশতেহারে আমাদের জাতির শংসাপত্র দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।কিন্তু আমরা এখনো পাইনি।আমরা সরকারের কাছে আবেদন করবো যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই জাতির শংসাপত্র পেয়ে যাই।
না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।মালদার মানিকচক ব্লকের রাধু টোলা প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানিকচক ব্লক কিষান জাতি সেবা সমিতির সম্পাদক বাবলু মন্ডল সহ ব্লক ও জেলা কিষান জন জাতি নেতৃত্ব।