কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৩,সেপ্টেম্বর :: মঙ্গলবার দুপুরে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ চলতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তার বিষয় নিয়ে এক সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিকের ডিএসপি সুশীল গুরুঙ্গ ও পুলিশের অন্যান্য আধিকারিক বৃন্দ।

মূলত জেলা ট্রাফিক এর উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনা কমাতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তবে শুধু পথ নিরাপত্তা বিষয়ে নয় বিভিন্ন ধরনের দপ্তরের কাজ, বিষয় নিয়ে ও তাদের সচেতন করা হয় ছাত্র-ছাত্রীদের।