কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১২,সেপ্টেম্বর :: মালদা জেলা পরিষদের পদ বন্টন নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব প্রকাশ্যে। স্থায়ী সমিতি গঠন নিয়ে ব্যাপক ক্ষোভ। দলের জেলা পরিষদ সদস্যদের বিক্ষোভের মুখে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। দলের অভিজ্ঞ সদস্যদের বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ।
দালাল চক্রের বিনিময়ে পদ দেওয়া হয়েছে “বিস্ফোরক” জেলা পরিষদের তৃণমূল দলনেতা। প্রকাশ্য রাস্তাতেও দলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক জেলা পরিষদ সদস্য। দলের মধ্যে মতপার্থক্য স্বীকার তৃণমূল জেলা সভাপতির। রাজ্য থেকে পদ ঠিক করে দেওয়া হয়েছে পাল্টা দাবি তৃণমূল জেলা সভাপতির। বৈঠক শুরুর আগেই তুমুল বাকবিতন্ডা।