মালদা জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে ও হবিবপুর থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয় হবিবপুরে।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২২শে, মার্চ :: পথ নিরাপত্তা সম্বন্ধে সাধারণ মানুষদেরকে সচেতন করতে বুধবার সকাল বেলা হবিবপুর থানা প্রাঙ্গন থেকে হবিবপুর রাইসমিল হাট হয়ে এক সচেতনতা মূলক পদযাত্রা বের করা হয় হবিবপুর থানার পক্ষ থেকে এবং এই পদ যাত্রা রাজ্য সড়ক হয়ে আবার থানায় এসে শেষ হয় ।

এই সচেতন মূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন হবিবপুর থানার আই সি সুবীর কর্মকার। পুলিশ কর্মীরা বিভিন্ন যানবাহনে সেফ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার সেটে চালকসহ পথ চলতি মানুষদের এবং যাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার বার্তা দেন ।

যানবাহন চালানোর সময় চালকরা মোবাইল ব্যবহার করবেন না , কেনো হেলমেট পরবেন, মোটর বাইকে কেনো দুই জনের বেশি চাপবেন না । এছাড়াও পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যই এই সচেতনামূলক পদযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 4 =