কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৯,আগস্ট :: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হল। শুক্রবার মালদা জেলা রেগুলেটেড মার্কেটে অনুষ্ঠিত হয় এই শিবির।
জানা যায় এদিন অনুষ্ঠিত হওয়া এই শিবিরে মালদা জেলার রেগুলেটেড মার্কেটের সমস্ত ফল, ফুল, সবজি ও পার্শ্ববর্তী সকল প্রকার ব্যবসায়ী বন্ধুদের এই প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদানের আবেদন গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা ক্ষুদ্র ও শিল্প আধিকারিক মানবেন্দ্র মন্ডল, ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ মালদা জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কর্মকর্তারা।
এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীদের ঋণ প্রদান করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই শিবিরে শতাধিক ব্যবসায়ী বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়ার জন্য আবেদন করেন।