নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,ডিসেম্বর :: মালদা জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে শুরু হল মিলেট মেলা। বুধবার মালদা টাউন হলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মিলেট মেলার। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। মিলেটের উপকারিতা তুলে ধরে পড়ুয়াদের সচেতন করা হয়।
স্বাস্থ্য ঠিক রাখতে মিলেটের প্রয়োজন । উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, উপমুখ্য সাস্থ আধিকারিক অমিতাভ মন্ডল, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, মালদা মারচেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক বসাক সহ আরো অনেকে।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই মেলা আজ অর্থাৎ বৃস্পতিবার পর্যন্ত চলবে মিলেট মেলা। কাউন, বজরা সহ বিভিন্ন শস্য অন্যান্য খাবারের সঙ্গে খেলে সুস্থ থাকবে শরীর। এই বার্তা দিতে বোটিং পার্কে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার টাঙ্গানো হয় ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য।