কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৯০০ জন।
এবারের মাধ্যমিক পরীক্ষায় মেইন ভেন্যু থাকছে ১৯টি, সাব ভেন্যু ১০৩টি, পরীক্ষাকেন্দ্র ১২২টি। এবছর মোট পুরুষ পরীক্ষার্থী ২০৬৭২, মোট মহিলা পরীক্ষার্থী ২৭২২৮।