নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: তৃণমূল নেতা কর্মীদের দাদাগিরি। মা ও মেয়েকে জমির মধ্যে বিবস্ত্র করে মার। গণধর্ষণের চেষ্টা। ঘর ছাড়া মা মেয়ে। বার বার অভিযোগ জানিয়েও পুলিশ কাউকে গ্রেফতার না করায় পুলিশ সুপারের দ্বারস্থ মহিলা। মালদার গাজোলের দেওতলার ঘটনা।
এখন মা ও মেয়ে উদ্বাস্তু হয়ে ঘুরে বেরাচ্ছে। অভিযোগ, বিধবা মহিলার চার বিঘা জমি দখল করে নেওয়ার চেষ্টা তৃণমূল জমি মাফিয়াদের। বাধা দিতে গেলেই জমির মধ্যেই বিবস্ত্র করে মার মা ও মেয়েকে। সেই সময় এক আইনজীবী যাচ্ছিলেন, তাঁরাই উদ্ধার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু কেউ গ্রেফতার না হওয়ায়, পুলিশ সুপারের দ্বারস্থ মহিলা। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।