কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদা লালগোলা রাজ্য সড়কে যাত্রীবোঝাই বাস মালদা হইতে লালগোলা যাওয়ার পথে যাত্রী বোঝাই বেসরকারি বাস,হবিবপুর থানার মনসা তলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ।এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় ।খবর পেয়ে ঘটনা স্থালে ছুটে আসে হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী । স্থানীয়দের সহযোগিতায় আহতদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয় । পুলিশ সুত্রে যানা গিয়েছে এখন পর্যন্ত আহত আনুমানিক ৩০ জন। অনেকের অবস্থা অবনতি হতে থাকায় আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।