সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৯,এপ্রিল :: অন্ততপক্ষে ,কোটি টাকার ব্রাউন সুগার ঘটনা গ্রেফতার তিন। মাটিগাড়া থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম যথাক্রমে নাম, রহিম শেখ, অমর রাউত, মহম্মদ আমজাদ। ধৃতদের মধ্যে রহিমের বাড়ি মালদার কালিয়াচকে ও বাকি দুজন শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, গোপন সূত্রে খবর পাওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন লচকা ব্রিজের সামনে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। সেখানে স্কুটিতে থাকা সন্দেহজনক ওই ৩ অভিযুক্তকে আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালাতেই স্কুটির ডিকি থেকে উদ্ধার হয় ৯০৮ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদের পর পুলিশ জানতে পারে ধৃতরা মালদা থাকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিলো।