নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৬,জুলাই :: মালদা নালাগোলা রাজ্য সড়কে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বেসরকারি বাস। হবিবপুর থানার বুলবুলিচন্ডী অঞ্চলের দেবীপুর এলাকায়।এ বিষয়ে যাত্রীরা জানান শনিবার দুপুরে মালদা থেকে নালাগোলা যাওয়ার পথে দেবীপুর এলাকায়, একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলা ধাক্কা মারে।
নালাগোলার দিক থেকে আসা একটি লরি মালদার দিক থেকে আসার বেসরকারী বাস দিকে চেপে আসায় বাস চালক নিয়ন্ত্রণ না করতে পেরে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে।
যদিও বড়সড় দুর্ঘটনা না ঘটলেও আহত হয়েছে বেশ কয়েকজন।এলাকার বাসিন্দারা তাদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।