নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১১,ডিসেম্বর :: প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারো রেষারেষি। ঘটল পথ দুর্ঘটনা। আর তাকে ঘিরে উত্তেজনা মালদহের হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্যে সড়কের মধ্যম কেন্দুয়া এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে, ভাঙচুর চালালো, ঘাতক বাসে।
জানা যায় আজ সকালে মালদা গামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারিদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যান গ্রামবাসীরা।
এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায়। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক।