মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালে এইডস সম্পর্কে রেলের সুবিধাভোগী, কর্মচারীদের সচেতনতা আনতে বিশ্ব এইডস দিবস পালন করা হয়।

কুমার  মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বিশ্ব এইডস দিবসটি প্রতি বছর 1 ডিসেম্বর পালন করা হয়। এটি সারা বিশ্বের মানুষের জন্য এইচআইভির বিরুদ্ধে যুদ্ধে একত্রিত হওয়ার, যারা এইচআইভি আক্রান্ত তাদের সমর্থন করার এবং যারা এইডসএ মারা গেছে তাদের স্মরণ করার একটি দিন।

আজ পয়লা ডিসেম্বর তারিখে মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালে এইডস সম্পর্কে রেলের সুবিধাভোগী, কর্মচারীদের সচেতনতা আনতে বিশ্ব এইডস দিবস পালন করা হয়।

অনুষ্ঠানটি ERWWO-এর সভাপতি শ্রীমতি বিজয়া চৌবের অনুপ্রেরণাদায়ী উপস্থিতিতে পরিচালিত হয়। উপস্থিত ছিলেন পল্লবী সিং ,ভাইস প্রেসিডেন্ট ERWWO/মালদা ,এস কে তিওয়ারি/ সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =