মালদা:-* মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২১,মার্চ :: গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জলসংকট। তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচইর পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ।

বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও।বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি। অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল।

সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা।কিন্তু ওই বিধানসভার অন্যান্য এলাকাতে বাড়ি বাড়ি পিএইচইর জল পৌছে গেলেও। সদর এলাকাতেই এখনো হয়নি জল সংযোগের কাজ।এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে জলসংকট দেখা গেছে।

জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই এদিন হরিশ্চন্দ্রপুর মারওয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পথে বসে পড়ে এলাকার মহিলারা। রাস্তা সংস্কারের কাজ আটকে দেওয়া হয়। মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা।প্রায় তিন ঘণ্টা চলে এই বিক্ষোভ।

বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও।পরবর্তীতে পিএইচইর ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি জল নিয়ে কোন সমস্যা হবে না। দ্রুত বাড়ি বাড়ি সেখানে জল পৌছে যাবে।

কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে সদর এলাকাতে লিড পেয়েছে বিজেপি। সেই কারণে জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এমনটাই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =