নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে এসে জেলা প্রশাসন নির্দেশ দেন মালদা , মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাকে নিয়ে টুরিজিম সার্কিট হাব করে আরো অত্যাধুনিক ভাবে ট্যুরিজজিয়াম ইন্ড্রাস্ট্রিকে উন্নত করার জন্য।
সেই মত মালদা জেলা শাসক নীতিন সিঙ্হানিয়ার উদ্যোগে একটি জরুরী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, অ্যাডিশনাল জেলাশাসক জেলা পরিষদ, জি.এম.,ডি,আই,সি, মানবেন্দ্র মন্ডল, ডেপুটি ডাইরেক্টর অফ সেরিকালচার সুরজিৎ চৌধুরী,
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজএর মালদা জেলা সভাপতি উজ্জল সাহা, মালদা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, মালদা হোটেল অনার্স এসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা।