মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ,ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৫,সেপ্টেম্বর :: মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ,ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের ভূতনি হীরানন্দপুর আমতলা নন্দিটোলা উচ্চ বিদ্যালয় স্কুলে। গঙ্গা ভাঙনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দী।

বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের সংকরটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গা পথে প্রায় ১২ কিলোমিটার অতিক্রম করে হীরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকরা। দশটি বিভাগের সিনিয়র ,জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিলেন তার সাথে বিনামূল্যে ওষুধ বিতরণও করলেন ।

এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনো পর্যন্ত তিনটি অভয়া ক্লিনিক হয়ে গেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =