নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা পরিষেবা। ডিসেম্বর মাস থেকে ট্রমা কেয়ার ইউনিটে ক্যানসার হাব চালুর সম্ভবনা রয়েছে। তৈরি হয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যান্সার হাব। রোগীদের নিয়মিত রেডিও থেরাপি ও কেমো দেওয়া হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই।
শুধুমাত্র মালদাহ জেলার ক্যান্সার রোগে আক্রান্ত রোগীরা নয় এই পরিষেবা চালু হলে উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডের রোগীরা উপকৃত হবেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত ট্রমা কেয়ার ভবনের একাংশ জুড়ে তৈরি করা হয়েছে ক্যান্সার হাব। প্রথম ও দ্বিতীয় তলে রয়েছে ক্যান্সার রোগের চিকিৎসা পরিকাঠামো ও রোগীদের থাকার ব্যবস্থা।
উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের প্রথম সরকারি কোন হাসপাতালে অত্যাধুনিক সিটি সিমুলেটর ও লিন্যাক মেশিন বসানো হয়েছে। ক্যান্সার রোগের সিটিস্ক্যান ও রেডিও থেরাপি দেওয়ার জন্য এই দুটি অত্যাধুনিক মেশিন। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে আধুনিক এই দুটি মেশিন আপাতত অন্য কোন হাসপাতালে নেই।