কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে। বিপাকে রোগী ও তাঁদের পরিবার। জানা গিয়েছে, বহির্বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির্বিভাগের নিচ তলায় ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হয়। দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান।
এছাড়াও মেডিকেলে বহির্বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন। সেই সমস্ত রোগীদেরও এক্সরে বহির্বিভাগেই হয়। কিন্তু পাঁচ দিন ধরে এক্সরে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলেরই ট্রমা কেয়ার ইউনিটে।
ফলে ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে। হয়রানি হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। যদিও দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।