নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১,মার্চ :: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু প্রতিবাদে হবিবপুর থানার আইহো বাস স্ট্যান্ডে , মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ।
যদিও গতকাল ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ে করে রোগীর পরিবার।জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার।
নার্সিংহোম নিয়ে গেলে দেবাশীষ ধর নামে ডাক্তার সেখানে রোগীর পরিবারের কাছে ৩০ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি। বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের কাছে।ওই রোগীর নাম চঞ্চলা মুরমু বয়স (২৬)। বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিরসি এলাকায়।
চিত্র পরিচিতি :: রাজ্য সড়কের উপর জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু গেড়ে হাতজোড় করে ডাক্তারের বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
ঘটনাস্থলে হবিবপুর আইসি শুভন কর্মকার সহ থানার বিশাল পুলিশ বাহিনী।হবিপুর থানার আইসির সামনে মালদা নালাওয়ালা রাজ্য সড়কের উপর জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু গেড়ে হাতজোড় করে ডাক্তারের বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।