নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১০,অক্টোবর :: আগামী জানুয়ারি মাসে কাজ শেষ করার লক্ষ্য। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চার কোটি টাকা বরাদ্দে সংস্কার করা হচ্ছে মালদা জেলার অন্যতম প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবন।
এবার সেই প্রেক্ষাগৃহের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া ও ইংরেজ বাজার পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
আধুনিক রূপে সাজিয়ে তোলা হচ্ছে প্রেক্ষাগৃহটি। একসময় হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহের মধ্যে ছিল রবীন্দ্র ভবন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হত সেই রবীন্দ্র ভবনে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রবীন্দ্রভবন। গত কয়েক বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্রভবন সংস্কারের জন্য বরাদ্দ করা হয় চার কোটি টাকা। গত কয়েক বছর ধরে চলছে সংস্কারের কাজ।
জেলাশাসক নীতিন সিংহানিয়া ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে রবীন্দ্র ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। আধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ। আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে কাজ।