কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পুলিশের মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া করোনা আক্রান্ত হলেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ডিআইজি গৃহ নিভৃতবাসে রয়েছেন। এদিকে, বৃহস্পতিবার মালদা জেলায় নতুন করে আরও ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মালদা জেলায় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনা আক্রান্ত দুজন রোগী এখন ভর্তি আছেন।