নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৩,এপ্রিল :: মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় মহাবীর মন্দিরে মহা ধুমধামে পালিত হল হনুমান জয়ন্তী।
সকাল থেকে হনুমান চালিশা পাঠ করে পুজোর আয়োজন করা হয়। ১০১ কেজির তিনটি বড়ো লাড্ডুর ভোগ দিয়ে পুজো করা হয়। আয়োজন করা হয় মহাযজ্ঞের। পুজো শেষে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের তরফে।