নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৬,মার্চ :: মালদা সংশোধনাগারে তৈরি হতে চলেছে পরিশ্রুত পানীয় জলধারা। জেল সুপারের আবেদনের সাড়া দিয়ে মালদা জেলা পরিষদের উদ্যোগে সংশোধনাগারে তৈরি হতে চলেছে পরিশ্রুত পানীয় জলাধার।
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সংশোধনাগারে জলাধারের শুভ শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেল সুপার অনিরুদ্ধ গুপ্ত। এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে জলাধারের শিলান্যাস করা হয়।
শিলান্যাসের পর মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, জেল সুপারের আবেদনে সাড়া দিয়ে মালদা জেলা পরিষদের উদ্যোগে সংশোধনাগারে আবাসিকদের জন্য ৬ লক্ষ টাকা ব্যয়ে পরিশ্রুত পানীয় জলাধারের শিলান্যাস করা হয়। জলাধার তৈরি হলে উপকৃত হবেন সংশোধনাগারের আবাসিকরা।