কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা: সরকারি শৌচালয় তৈরিতে বাধা। প্রতিবাদ করায় আক্রান্ত এক ব্যবসায়ী নেতা। ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত দোকানপাট বন্ধ রেখে বুকে কালো ব্যাচ পরে আন্দোলনে সামিল বালা সাহাপুর ডিস্কো মোড় ব্যবসায়ী ওয়েলফেয়ার সোসাইটির শতাধিক ব্যবসায়ী।
জানা গেছে আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম সৌমেন পোদ্দার। ওই ব্যবসায়ী সংগঠনের সভাপতি দায়িত্ব রয়েছেন তিনি। জানা যায় বালা সাহাপুর ডিস্কো মোড় এলাকায় মালদা জেলা পরিষদের বরাদ্দ চার লক্ষ টাকা ব্যয় একটি শৌচালয় তৈরি হচ্ছে। দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই শৌচালয়। তাই নতুনভাবে এই শৌচালয় তৈরির উদ্যোগ নেওয়া হয়।
ওই ব্যবসায়ী সংগঠনের সম্পাদক দেবাশীষ চক্রবর্তীর অভিযোগ, সেই শৌচালয় তৈরিতে বাধা দেয় স্থানীয় বাসিন্দা তপন ঘোষ। তাদের সংগঠনের সভাপতি সৌমেন পোদ্দার তার প্রতিবাদ করায় গত সোমবার তাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনের সামিল হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের শতাধিক ব্যবসায়ী। সকাল থেকেই সমস্ত দোকানপাট বন্ধ রেখে বুকে কালো ব্যাচ পড়ে আন্দোলনের সামিল হয় তারা। বিষয়টি লিখিত আকারে পুরাতন মালদা থানায় জানানো হয়েছে।
অন্যদিকে এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি জানান এই ধরনের ঘটনার পেছনে যারা জড়িত পুলিশের কাছে অনুরোধ করব যাতে খুব দ্রুত তাদের গ্রেফতার করা হয়।