নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৯,অক্টোবর :: মাল গাড়ির প্যানটোগ্রাফে হঠাৎ আগুন। হাওড়া বর্ধমান মেন শাখার নিমো স্টেশনের কাছে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
মাল গাড়িটি বর্ধমান থেকে রানাঘাট এর দিকে যাচ্ছিল বলে জানতে পারা গেছে। বর্ধমান থেকে মালগাড়িটি ছাড়ার পর নিমো স্টেশনে পৌঁছালে হঠাৎই প্যানটোগ্রাফে আগুন ধরে যায়।
তৎক্ষণাৎ চালক ট্রেনটি থামিয়ে দেন। মেমারি থেকে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্যানটোগ্রাফটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনীর চেষ্টায় নিভিয়ে ফেলা হয়।।
দীর্ঘ সময় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে কি কারণে প্যান্টগ্রাফে আগুন ধরল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

