নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মেচেদা :: দীর্ঘ ৬ মাস পর চলল দঃ পূঃ রেলের লোকাল ট্রেন। রবিবার ছুটির দিন থেকে লোকাল ছুটতে শুরু করেছে। সেই মোতাবেক লোকাল ট্রেন চলা শুরুর মাসের প্রথম দিনেই অবরোধের জেরে হয়রানি পেতে হয় লোকাল ট্রেনের যাত্রীদের। সোমবার মেচেদা স্টেশনে দেখা গেল অপেক্ষারত যাত্রীদের সেই ছবি।
তবে নলপুরে দীর্ঘ সময় অবরোধের কারনে মেচেদা স্টেশনে দীর্ঘ সময় বসে থাকতে দেখা যায় রেল যাত্রীদের। অবরোধের কারনে সময়মতো না চলে দেরিতে চলল লোকাল ট্রেন। যে কারনে মাসের প্রথম দিনেই সময়মতো অফিস পৌঁছতে পারল না বহু মানুষ।
মেচেদা স্টেশনে অসে অফিস টাইমে ট্রেন ধরে গন্তব্যস্থলে পৌঁছতে চাইলেও নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারল না যাত্রীরা।
অন্যদিকে ট্রেন থেকে নেমে ওভারব্রীজ হয়ে যাওয়ার আগেই রেল পুলিশের তৎপরতা দেখা গেল চোখে পড়ার মতো। রেলপুলিশের কড়া নজরদারির মধ্যেই যাত্রীদের যাতায়াত করতে দেখা যায়।অফিস টাইমে হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেন ধরতে পারল না অফিস যাত্রীরা।