সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: মাহেশ(শ্রীরামপুর) :: মাহেশে জগন্নাথদেবের নবযৌবন উৎসব পালিত হলো বুধবার।পুরীর জগন্নাথের বারো বছর অন্তর হয় নবকলেবর।
সেখানে আষাঢ় মাস দুটি প্রতিপদ পড়লে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ পরিবর্তন করা হয়।মাহেশে তা হয়না।৬২৬ বছর ধরে একই দারু(নিম) কাঠের বিগ্রহে পূজিত হয়ে আসছেন জগন্নাথ।রীতি অনুযায়ী পনের দিন আগে স্নান যাত্রা হয়েছিল।দুধ গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়েছিল জগন্নাথ দেবকে।স্নানের পর জ্বর আসায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ।অঙ্গরাগ হয় তার।
কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়ে।এই সময় ভক্তদের জন্য বন্ধ থাকে জগন্নাথ মন্দিরের দরজা। গতকাল আবার ভক্তদের দেখা দেন জগন্নাথ দেব।
গতকাল বুধবার সারাদিন হোমযজ্ঞ হয়েছে । এছাড়াও ছাপান্ন ভোগ অর্থাৎ ভক্তরা গতকাল যা দেবে তা গ্রহন করবেন জগন্নাথ। কথিত আছে এই দিনেই রুপোর হাত পরান হয়। জগন্নাথকে।
দুদিন পর রথযাত্রা উৎসব।তার আগে মাহেশ জগন্নাথ মন্দিরে শুরু হয় সেই নবযৌবন উৎসব।সকাল থেকে ভক্তরা এসেছেন পুজো দিতে।
মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত তমালকৃষ্ণ অধিকারী বলেন, করোনা অতিমারির কারনে গত দু বছর বন্ধ ছিল রথযাত্রা উৎসব।এবার তাই রথযাত্রাকে ঘিরে সাজসাজ রব।মেলা বসেছে স্নান পিড়ির মাঠে।রথের দিন থেকে চলবে একমাস।