নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাহেশ :: শিরোনাম: মাহেশ মাসির বাড়িতে আসলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।রবিবার মহেশে মাসির বাড়িতে জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা মাতাকে পুজো করতে আসলেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা সব্যসাচী দত্ত।
এদিন তিনি এসে পুজো দেওয়ার পাশাপাশি পশ্চিমবাংলার সব ভাষাভাষী মানুষদের এক হয়ে থাকার বার্তা দেন এবং কোভিড মুক্ত থাকার কথা বলেন ।