সুফল চন্দ :: সংবাদ প্রবাহ ::মাহেশ :: গত শুক্রবার মাহেশ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথে করে জগন্নাথ দেব এবং তার পরিবার মাসির বাড়িতে আসলেন। শনিবার ভক্তদের ভিড় চোখে পড়ার মতো।
বিপত্তারিণী পুজো করতে আসে দূর দূরান্ত থেকে ভক্তেরা। এদিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে বিপত্তারিণী পূজার সাথে সাথে চলে জগন্নাথ দেবেরও পুজো।
দূর দুরান্ত থেকে ভক্তরা মাসির বাড়িতে এসে বিপত্তারিণী পুজো দেন। সেই পুজো এই নিয়ে আনন্দে মেতে উঠেছে ভক্তরা। মঙ্গলবার এবং শনিবার এই দুই দিন ভক্তরা বিপত্তারিনী দেবীকে পুজো দিতে আসেন। আজ শনিবার তাই বিপত্তারিণী দেবীকে উদ্দেশ্য করেই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দিচ্ছেন ।