সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৬,জুলাই :: আর আড়াই মাসের অপেক্ষা, তারপরেই মা আসছেন। মা আসার আহ্বান ইতিমধ্যেই চারিদিকে দেখা যাচ্ছে। পুজো পুজো গন্ধ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আগত।
পূজো মানেই দেদার আনন্দ ,খাওয়া দাওয়া ,ঘোরাফেরা চুটিয়ে প্রেম, হইহুল্লড়। অষ্টমীর অঞ্জলি, দশমীতে মাকে বরণ, বিজয়ার পর মিষ্টি মুখ সবই যেন নস্টালজিয়া। ইতিমধ্যে ব্যস্ততা চলছে তুঙ্গে, শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোর কদমে প্রতিমা প্রস্তুতির কাজ। শিল্পীরা দিনরাত এক করে লেগে রয়েছেন প্রতিমা তৈরি করতে। অপরদিকে বিভিন্ন জামা কাপড়ের দোকানগুলিতে পুজো উপলক্ষে নতুন নতুন ডিজাইনের জামা আসতে শুরু করেছে।