নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৮,অক্টোবর :: শিল্প শহরে এখন আলোর রোশনাই , মা উমা আসছেন , মন্ডপে মন্ডপে শেষ মুহুর্তের ফিনিশিং টাচ। তবে তার আগেই মা দুগ্গা র আগমন ঘটল দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে। তবে এক নয় , একাধিক দুর্গা , আর যিনি মা উমা কে মর্তে আনার কারিগর , তিনি দুর্গাপুরের একজন বিখ্যাত মেক আপ শিল্পী সোমা চৌধুরী।
বিগত বছর গুলিতে তিনি যখন পুজোর শ্যুটিং করতে যেতেন গ্রামে গঞ্জে , তিনি দেখতেন কি অপার বিস্ময়ে গ্রামের ছোট ছোট মেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে। মনের গোপনে তাদেরও হয়ত ইচ্ছে হত , নানান সাজে সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে, কিন্তু সাধ আর সাধ্যের ফারাকটা যে বড় কঠিন বাস্তব। তবে তাদের মনের কথা পড়ে ফেলেছিলেন মেক আপ শিল্পী সোমা দেবী।
তাই দুর্গাপুরের আশেপাশের গ্রাম বা বস্তি এলাকার পিছিয়ে পড়া ছোট ছোট মেয়েদের নিয়ে এসে জগজ্জনীর রূপ দিলেন,সাজিয়ে তুললেন অনন্য সাজে।নিজের স্টুডিওতে আমি ও দুর্গা ক্যাপশনে এই কিশোরীদের নিয়ে গড়ে তুললেন স্বপ্ন পূরনের কাহিনী ।
চারিদিকে যখন আগমনী গানে আকাশ বাতাশ মুখরিত , সে সময় দুর্গারূপে সেজে উঠতে পেরে স্বপ্ন যে সত্যিই বাস্তব হল , তাতে উচ্ছসিত মা উমা রা। তাদের চোখের ভাষাই বলে দিচ্ছিল , এবারের উমা বরন তাদের কাছে এক অন্য অনুভুতি বয়ে আনল।