মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল হারউড পয়েন্ট উপকূল থানার পুলিশ |

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার উত্তর চন্দননগরে মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল হারউড পয়েন্ট উপকূল থানার পুলিশ |

উত্তর চন্দননগরের নস্কর পাড়ার বাসিন্দা নারায়ণ । মদ্যপ অবস্থায় এই কাজটি করেছে বলে জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।বুধবার পুলিশের গোয়েন্দা বিভাগ ও পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল তদন্ত করে রাতে নারায়ণকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে সেই এই মূর্তির মাথা ভেঙেছে নেশার ঘোরে। সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ও নয় ।

ফলে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার কাকদ্বীপ আদালতে তোলা হয় । পাশাপাশি বুধবার ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ ও পুলিশের উপর ইট-পাটকেল ছোড়ার ঘটনায় যাদেরকে আটক করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা রুজু না করে প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =