নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,নভেম্বর :: -মা কে কুরুল দিয়ে কুপিয়ে খুন। অভিযোগ ছেলের বিরুদ্ধে। মালদার হবিবপুর থানার আইহো এলাকার ঘটনা।
মৃতের নাম আরতি সিংহ (৫৫). অভিযোগ ছেলে চয়ন সিংহের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। খুনের কারণ এখনো পষ্ট হয়নি।