নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাহাড়পুর :: বৃহস্পতিবার ১০,জুলাই :: মা ছেলের মধ্যে পারিবারিক ঝামেলা কাউকে না বলে মা বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পাহাড়পুর সাকের পাড়া এলাকায় মহিলাটির বয়স ৩৫ বছর নাম শপিজান্নেসা ।
এদিকে শপিজান্নেসার ছেলে শাকিল বলে, মা আমার মধ্যে একটু ঝামেলা হয়। সেই ২৮ তারিখে সেই ঝামেলার মধ্যে রাতে আবার মিটমাট হয়।মিটমাট হওয়ার পরে মা বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। এখনো পর্যন্ত এত খোঁজাখুঁজি করলাম মাকে খুঁজে পাওয়া গেল না। তারপরে কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করলাম।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন আশ্বাস দেয় কিন্তু এখনো পুলিশের তরফ থেকে কোন সুরাহা পাওয়া যায়নি তাই সবার কাছে হাতজোড় করে বলি আমার মাকে কোথাও দেখতে পেলে খুঁজে দিবেন।