নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: মঙ্গলবার ১২,ডিসেম্বর :: বীরভূম জেলার মোড়েশ্বর ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ সারা ভারত কিষক সভার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার সন্ধ্যা থেকে সারা রাত ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে চাষের জমি। বৃহস্পতিবার আরও জোরে বৃষ্টি শুরু হয় একনাগাড়ে। এতে দুপুর পর্যন্ত আলু, ধান, সব ধরনের সবজির ক্ষতি মুখে। বহু মাঠে বৃষ্টির হাত থেকে ধান বাঁচাতে জড় করেছেন কৃষকরা। অনেক জমি আলু বসানোর অপেক্ষায় রয়েছে। সেগুলিতে চাষ পিছিয়ে যাবে। এছাড়া অনেক জায়গায় ধান কেটে সরষে, মুসুর কলাই, মটরশুটি চাষ করেছেন। সেগুলিও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই সময়কালে কৃষকদের ভয়ঙ্কর সংকটে ছয় দফা দাবি নিয়ে গন ডেপুটেশনের মাধ্যমে স্মারক লিপি প্রদান করলেন। চাষীদের ক্ষতি পূরণের দাবি দাওয়ার মাধ্যমে সবর হয় সারা ভারত কৃষক সভার খেত মজুরের কর্মীরা।