মিঠুনের নিশানায় বিলাওয়াল – বললেন খোপড়ী গরম হলে একের পর এক ব্রহ্মস চলবে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১২,আগস্ট :: বিলাবলের হুমকির কড়া ভাষায় জবাব দিয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের কথায়, “পাকিস্তানের নেতা মন্ত্রীদের হুমকি এভাবে বরদাস্ত নয়। মাথা গরম হলে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে পাকিস্তানে।”

সরকারি নাটকীয়তায় মিশ্রিত এই মন্তব্যটি অনেকটাই সটান, ব্যঙ্গাত্মক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে হাস্যরসপূর্ণ ছিল — যেখানে “এক-এর পর এক ব্রহ্মোস চলে” এবং “১৪০ কোটির মানুষের প্রস্রাব দিয়ে বানানো বাঁধের পরে সুনামি”–এর রূপক ব্যবহার করেছেন মিঠুন চক্রবর্তী ।

এটি স্পষ্ট যে, তিনি সরাসরি পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করেননি— বরং তার বক্তব্যের নিশানা ছিল বিশেষ করে বিলাওয়াল ভূটো এবং তার ‘ছয় নদী’ সহ বিরোধী কূটনীতির সমালোচনার প্রতিক্রিয়া ।

প্রসঙ্গত উল্লেখ্য যে রবিবারই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতে ক্ষেপনাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ।

যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’’ তিনি আরও বলেছিলেন, সিন্ধুতে ভারত বাঁধ তৈরি করলে ১০টি ক্ষেপনাস্ত্র মেরে উড়িয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =