কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জানুয়ারি ২৪,শুক্রবার :: মিড ডে মিলের অনিয়মের অভিযোগ তুলে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। ড্রাফটিং দিয়ে অন্য স্কুল থেকে চলছে বিদ্যালয়ের কাজকর্ম।
উপস্থিতি কম ছাত্রছাত্রী অথচ মিড ডে মিল ভুয়া উপস্থিত দেখানোর অভিযোগ। এমনটাই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর জুনিয়র হাইস্কুলের।
এই বিদ্যালয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু বিদ্যালয়ে কোন শিক্ষক নেই। তাই পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক তুলে এনে কোনো রকমে জুনিয়র হাই স্কুল এর কাজকর্ম চলছে।
আর এই বিদ্যালয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাজিরা কম থাকা সত্ত্বেও বেশি বেশি করে ছাত্র-ছাত্রীর উপস্থিতি দেখিয়ে মিড ডে মিলের টাকা নয় ছয় করছেন শিক্ষকরা।
পাশাপাশি তারা নিয়মিত উপস্থিত হচ্ছেন না বিদ্যালয়। এমনকি পড়াশোনার মান নিচে নেমে গিয়েছে। এই সমস্ত অভিযোগ তুলে আজ ফতেপুর জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকরা।
অভিভাবকদের বক্তব্য স্কুলে নিয়মিত শিক্ষক নেই মিড ডে মিল নিয়ে লাগাম ছাড়া দুর্নীতি করছেন শিক্ষকরা। নিয়মিত তারা স্কুলে আসছেন না। এই নিয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি। তাই তারা বিক্ষোভ দেখিয়েছেন।