নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১২,ডিসেম্বর :: পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের সহরা গ্রাম সিএস প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পরিবেশনের ঘর থেকে উদ্ধার হয় একটি নয় দুটি বিশাল আকারের চন্দ্রবোড়া সাপ।
শুক্রবার দুপুর প্রায় দু’টো নাগাদ ঘটনাটি সামনে আসতেই স্কুল চত্বরে ছড়ায় চাঞ্চল্য। স্কুলের শিক্ষকরা জানান, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী বলেন, “সৌভাগ্যবশত কেউ আহত হয়নি, শিক্ষক-শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপদে আছে।”
খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছান সর্পপ্রেমী সঞ্জিত রাজবংশী। তিনি সম্পূর্ণ দক্ষতার সঙ্গে সাপদুটিকে নিরাপদে উদ্ধার করেন এবং আশেপাশের পরিবেশ স্বাভাবিক করেন। ঘটনার পর আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যেও।

