নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: ৩,মে :: স্কুলের মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, রান্নার বরাদ্দের জন্য বাজার করা, স্কুলের রান্নার খাবারের গুণগতমান বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নেমে প্রতিবাদ ও ডেপুটেশন কর্মসূচি মিড ডে মিল সংগঠন আম্মার।
এদিন বসিরহাটের গোপালপুরে ব্রহ্মানন্দ বিদ্যাভবন হাই স্কুল থেকে খোলাপোতা বিডিও অফিস পর্যন্ত কাঠফাটা রোদের মাঝেই গাড়িতে মাইক বেঁধে হাতে ফেস্টুন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘ দুই কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক কর্মী।
মূলত তাদের দাবি দেশের বিভিন্ন রাজ্যে মিড ডে মিলের কর্মীদের বেতন নয় থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পায়। সেখানে আমাদের রাজ্যের বেতন দেয় নামমাত্রা তাতে আবার সব মাসের বেতন আমরা পাইনা। দীর্ঘ লকডাউনের আগে মিড ডে মিলের বাজার করার দায়িত্ব ছিল আমাদের হাতে।
আমরা ছোট ছোট শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর চিন্তা ভাবনা করতাম। বর্তমানে সেই দায়িত্বটা চলে গেছে শিক্ষকদের হাতে তারা তাদের মতন করে বাজার করে আমরা বাচ্চাদের সেভাবে খাওয়াতে পারি না। তাই আমাদের দায়িত্বটা আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক।