নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ২৭,আগস্ট :: মিড ডে মিলে পচা মাংস রান্নার সময় দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া। এই অভিযোগ তুলে স্কুলে তুমুল বিক্ষোভ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে।স্থানীয়দের অভিযোগ বুধবার সকালে মাংস নিয়ে এসে মিড ডে মিলের রান্না নিজেই করতে শুরু করেন স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরী।অভিযোগ পচা মাংসের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পড়ুয়া । তারপরে তুমুল বিক্ষোভ শুরু হয় প্রাথমিক বিদ্যালয়।
মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলাদের দাবি তাদের রান্না করতে দেওয়া হয়নি।যদিও প্রধান শিক্ষক এই অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত শুরু করেছে প্রশাসন।।