মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন বিধায়ক অলোক কুমার মাঝি। বিধাননগর স্পেশাল কোর্ট (এম এল এ এবং এম পি’দের জন্য) এর বিচারক আজ তাঁকে বেকসুর খালাসের আদেশ দেন। উল্লেখ্য ২০১৪ সালে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের উখরিদ গ্রামে একটি ঝামেলায় জড়িয়ে দেওয়া হয় বর্তমান জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি ও তৎকালীন তৃণমূল কংগ্রেসের খন্ডঘোষ ব্লকের সভাপতি প্রভঞ্জন সেন সহ ২২ জনকে।

তাদের নামে মামলা দায়ের করা হয়। সেই মামলা এতদিন চলে অবশেষে আজ ২৩৯/১৮ বিধানগর স্পেশাল কোর্ট (এম এল এ এবং এম পি দের জন্য) সেই মামলায় অলোক কুমার মাঝি, প্রভঞ্জন সেন সহ ২২ জনকেই বেকসুর খালাস করে দেন। অলোক কুমার মাঝির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আইনের প্রতি তাঁর ভরসা ছিল। মিথ্যা ভাবে তাঁকে জড়ানো হয়েছিল আজ তা থেকে নিষ্কৃতি পাওয়া গেল। সত্যের জয় সব সময়ই হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =