নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ৭,নভেম্বর :: কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এর নাম করে মোটা অংকের টাকার দাবী ও দাবী না মেটালে মিথ্যা কেস দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক ভুয়ো অফিসার গ্রেপ্তার পূর্ব বর্ধমানের মেমারিতে।
ধৃতের নাম মানারুল সেখ ওরফে মনি বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার অন্তর্গত পালসিটের ভৈটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে।
পুলিশ সূত্রে আরও জানা যায় এলাকার এক মহিলার বাড়িতে এসে কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে ঘরে ঢোকে চেকিং এর নাম করে এবং ১০ হাজার টাকা দাবী করে। না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যা কেস ও মারধোর করা হবে বলে অভিযোগ।
অভিযোগকারী ভয়ে ১০,০০০ টাকা দিয়ে দেন। এমনকি দুই ব্যক্তির বাড়িতে একই পদ্ধতি অবলম্বন করে ওই ভুয়ো অফিসার। পরে পাড়ার লোকেদের সন্দেহ হওয়ায় ধৃত মানারুল সেখকে জিজ্ঞাসাবাদ করে ধরে ফেলে ও পাড়ার লোকেরা মারধোর করে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে

