মিনাখাঁয় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত চার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে পথদুর্ঘটনায় মৃত্যু চার। আহত কমপক্ষে ২০। যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে আসছিল। জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে।

ঘটনায় পুরো দোকানটি ভেঙ্গে তছনছ হয়ে যায়। দোকানের ভেতরে থাকা এক মহিলা, গাড়ি চালকসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। বাড়তে পারে আরো মৃত্যুর সংখ্যা। বরযাত্রী বোঝাই পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন বরযাত্রী ছিল বাসটিতে।

তারা সরবেড়িয়ার একটি বিয়ে বাড়ি থেকে বিবাহ সম্পন্ন করার পর বাসটি কলকাতার চীনা পার্কের উদ্দেশ্যে বাসন্তী হাইওয়ে রোড ধরে রওনা দিয়েছিল ।

আসতেই মাঝপথে অর্থাৎ জয়গ্রাম এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে জানা যায় একটি বাইককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে সন্ধ্যা সাতটা নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =