নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বেকার যুবক, যুবতীদের কথা মাথায় রেখে প্রতিটি ব্লকের বিভিন্ন জায়গায় কর্মতীর্থ নামে নতুন বিল্ডিং তৈরি করে বিভিন্ন ধরনের দোকান করার ব্যবস্থা করে দিয়েচ্ছে রাজ্যে সরকার। উত্তর 24 পরগনার বসিরহাট মহাকুমার মিনাখাঁর বাবুর হাট বাজারে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে একটি কর্মতীর্থ তৈরি করা হয়েছে। বুধবার এই কর্মতীর্থের আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করা হল।
এই শুভ আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল, মিনাখাঁ ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক শেখ কামরুল ইসলাম, মিনাখাঁ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়ুব হোসেন গাজী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন বিকেলে ফিতে কেটে এই কর্মতীর্থের শুভ সুচনা করা হয়। কর্মতীর্থের শুভ সূচনা হওয়ায় খুশি বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা।