মিনাখাঁর মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত প্রায় ১০।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: মঙ্গলবার ২৯,এপ্রিল ::  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁর মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা | মৃত এক আহত প্রায় ১০। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে সরবেড়িয়া থেকে ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস উচ্চ গতিতে আসছিল।

নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল ও মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।আহত হয় আরো দশজন। আহতদের মধ্যে আরও চারজনেের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সবাইকে মিনাখাঁ হাসপাতালে নিয়ে গেলে চারজনকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এই জনবহুল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেয়া হোক। এই এলাকায় বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

ঘটনাস্থলে মিনাখাঁ থানার পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করেছে চালক ও খালাসী গ্রেফতার। পুলিশের প্রাথমিক অনুমান চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান রিক্সা মোটর সাইকেল বিদ্যুতের খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =