মিনাখা বিধানসভার হাড়োয়া ব্লকের ব্রাহ্মণচক নেতাজি সংঘের মাঠে তৈরি হল প্রাচীনতম এক বিশাল মন্দির ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বুধবার ৯,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সুন্দরবনের মিনাখা বিধানসভার হাড়োয়া ব্লকের ব্রাহ্মণচক নেতাজি সংঘের মাঠে তৈরি হল প্রাচীনতম এক বিশাল মন্দির । এই পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান হল ।

এই প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে, বাঁশ বিভিন্ন রঙিন কাপড়, কাঠ, থার্মোকল সহ একাধিক জিনিস, প্রত্যন্ত সুন্দরবনে এই প্যান্ডেল দেখে উচ্ছ্বসিত সুন্দরবনবাসী তথা হাড়োয়া বাসী ।

এই মহতী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল ও মিনাখা বিধানসভার বিধায়িকা, ঊষা রানী মন্ডল ও অরিন্দম গোলদার আইনজীবী ও মনিকা সোম গোলদার, বসিরহাট পৌরসভা কাউন্সিলর সহ একাধিক নেতৃত্ব ও মিনাখার সাধারণ   মানুষ ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে নাচ গান এর মধ্য দিয়ে ফিতে কেটে পুজো উদ্বোধন হয়। পাশাপাশি বিভিন্ন সচেতনামূলক বার্তা দেওয়া হয়, যেমন ডেঙ্গু, সেফ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক সচেতনার বার্তা দেওয়া হল এই পুজো মণ্ডপ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =