নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: দীর্ঘ দু’বছর ধরে ঠিকঠাকভাবে মিলছে না পানীয় জল। পানীয় জলের হাহাকার গ্রামে। আর নিজেদের পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে রুদ্রনগর গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দু’বছর ধরে গ্রামের সমস্ত পানীয় জলের নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কে জানিও কোন সমাধান হয়নি। আর এলাকার নলকূপ খারাপ থাকায় প্রায় দু কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পানীয় জল সংগ্রহ করতে হয় গ্রামবাসীদের।
আর এই সমস্যা বারে বারে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। নিজেদের পানীয় জলের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভের সামিল হয় গ্রামবাসীরা। তাদের অবরোধের জেরে থমকে যায় যান চলাচল।