সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়্দীঘি :: মঙ্গলবার ৫,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী থানার কাশিনগর বাজারে সোমবার গভীর রাতে সঞ্জয় ঘোষের মিষ্টি দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লাগে বলে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন,আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে, পরিবর্তিকালে আরো তিনটি ইঞ্জিন আসে সেখানে।

ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধক্ষ বাপি হালদার। আগুন লাগার ঘটনায় মিষ্টি দোকানের বহু আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়। মিষ্টি দোকানের পাশে রেডিমেড পোশাকের দোকানেও আগুন লাগে।