কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলা বিহার সীমান্তবর্তী ফুলহর নদীর পাড়ে ভাকুরিয়া মিহাহাট বেলগাছি গ্রামবাসীদের পরিচালনায় এলাকায় শুরু হয়ে গেল মহা বিষ্ণু যজ্ঞ। এবছর ১৮ তম বর্ষে পদার্পণ করলো এই উৎসব। এ বছর ১২ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে।
এক সময় উত্তরাখণ্ডের থিওরি জেলা থেকে আগত মনোজ দাস ব্রহ্মচারী এই এলাকায় এসে নদী তীরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের। তারপর থেকেই এই উৎসব চলছে বলে জানালেন কমিটির কর্মকর্তারা।
এদিন ১০৮ কলস যাত্রার মাধ্যমে এই বিষ্ণু যজ্ঞ উৎসবের সূচনা হয়। আয়োজক কমিটির কর্ণধার সরজু মন্ডল জানালেন এই উৎসব আগামী ৭ দিন ধরে চলবে পাশাপাশি চলবে ২৪ ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন রামলীলা এবং নর নারায়ন সেবা।
সাত দিন ধরে হবে ভগবত পাঠ। উপস্থিত থাকবেন বৃন্দাবন থেকে আগত ব্রজদাস মহারাজ।বাংলা বিহার সীমান্তবর্তী এই অঞ্চলের এই উৎসবে যোগদান করবেন বিহার ঝাড়খন্ড বাংলার আপামর ভক্তকুল।